Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের শূন্যপদে প্রচুর কর্মী নিয়োগ, আবেদন চলবে ২০ আগস্ট পর্যন্ত

এবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর এই প্রথমবার স্বাস্থ্য দপ্তরে নিয়োগ হতে চলেছে গ্রুপ 'সি' কর্মী। আজ আমরা…

Avatar

এবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর এই প্রথমবার স্বাস্থ্য দপ্তরে নিয়োগ হতে চলেছে গ্রুপ ‘সি’ কর্মী। আজ আমরা আপনাদের এই নিবন্ধে জানাতে চলেছি, কি কি যোগ্যতা থাকলে আপনি স্বাস্থ্য দপ্তরের এই চাকরিতে আবেদন করতে পারবেন? এছাড়া বয়স সীমা এবং আবেদন পদ্ধতি সম্পর্কে তথ্য দিতে চলেছি আমরা। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ১৫০০ শুন্য পদের জন্য আবেদন করতে হলে, আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: ১৫০০ শূন্য পদের জন্য আবেদন করতে হলে প্রথমেই আপনাকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউনসিলিং দ্বারা স্বীকৃত যে কোন প্রতিষ্ঠান থেকে B.sc নার্সিং পাস হতে হবে। এছাড়া আপনাকে অবশ্যই বাংলা লিখতে-পড়তে এবং বলতে জানতে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শূন্যপদের বিন্যাস: সর্বমোট ১৫০০ শূন্য পদের জন্য আবেদন গ্রহণ করছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। যার মধ্যে (General- 780, SC- 330, ST- 90, OBC(A)- 150, OBC(B)- 105 এবং PwD-45) টি পদের জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

মাসিক বেতন এবং বয়সসীমা: Community health officers পদের জন্য রাজ্যের বেতন কমিশন অনুযায়ী ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে। এছাড়া উল্লেখিত পদের জন্য আবেদন করতে হলে, ১লা জানুয়ারি ২০২৩ সালের মধ্যে আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি: বিজ্ঞপ্তিতে উল্লেখিত সমস্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে যেকোনো প্রার্থী রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে (www.wbhealth.gov.in) গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করতে অসংরক্ষিত প্রার্থীদের ১০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের ৫০ টাকা এককালীন আবেদন ফি ধার্য করা হয়েছে।

নিয়োগ পদ্ধতি: অনলাইনে আবেদনের উপর ভিত্তি করে প্রথমে লিখিত পরীক্ষা নেবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এরপর লিখিত পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষার দিন এবং সময় রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পরবর্তী বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে।

About Author