রাজ্য

WB Weather Update: বাংলার আকাশে গভীর নিম্নচাপ, সোমবার থেকে এই সমস্ত জেলার ভাসবে বৃষ্টিতে

দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টি হবে এবং মঙ্গলবার ও বুধবার হবে ভারী বৃষ্টি

Advertisement
Advertisement

বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপ উত্তর দিকে এগোতে শুরু করেছে। উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে এটি আরো গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘন্টায় দীঘা এবং পুরীর মাঝে সোমবার সন্ধ্যায় স্থলভাগে প্রবেশ করবে এই নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপরে এই নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরে উড়িষ্যা, ঝাড়খন্ড এবং উত্তর ছত্রিশগড় এলাকায় সরে যাবে বলে জানা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, এই নিম্নচাপ খুব শীঘ্রই অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement

জারি করা হলো নির্দেশিকা

নিম্নচাপের কথা মাথায় রেখে ইতিমধ্যেই সতর্কবার্তা দেওয়া হয়েছে মৎস্যজীবীদের। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। এছাড়াও ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে এই এলাকায়। কিছু কিছু জায়গায় ঝড়ের তীব্রতা ৬০ কিঃমিঃ এর উপরে থাকতে পারে বলে জানা যাচ্ছে। মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে মানা করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তা দিয়েছে, সোমবারের পর থেকে বৃষ্টি বাড়বে বেশ কিছু এলাকায়। এর মধ্যে উপকূলবর্তী অঞ্চলগুলিও অন্যতম বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement

বৃষ্টি হবে এই সমস্ত জেলায়

মঙ্গলবার থেকে উপকূলবর্তী এলাকা এবং সংলগ্ন বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই বৃষ্টি চলবে মোটামুটি বৃহস্পতিবার পর্যন্ত। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায়। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলায়। উত্তরবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার থেকে। জলীয় বাষ্প থাকার কারণে উত্তরের জেলাগুলিতে আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে স্থানীয়ভাবে স্বল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে বলেজানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। স্বল্প সময়ের জন্য বৃষ্টিপাত হলেও, ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button