Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজ ফল ঘোষণা উচ্চমাধ্যমিকের, কিভাবে দেখবেন রেজাল্ট, জেনে নিন ওয়েবসাইট

পূর্ব ঘোষণা মতো আজ প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। আজ বিকেলে ৩.৩০ মিনিটে আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। সংসদের তরফে ফল প্রকাশের পরই বিভিন্ন ওয়েবসাইটে…

Avatar

পূর্ব ঘোষণা মতো আজ প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। আজ বিকেলে ৩.৩০ মিনিটে আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। সংসদের তরফে ফল প্রকাশের পরই বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাবে উচ্চমাধ্যমিকের ফলাফল। বিকেল ৪ টে থেকে বিভিন্ন ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবে ছাত্রছাত্রীরা। শুধুমাত্র ওয়েবসাইট নয়, এসএমএস এবং অ্যাপের মাধ্যমেও ফল জানতে পারবে ছাত্রছাত্রীরা।

করোনা ভাইরাসের জন্য এবছর ফলপ্রকাশের দিনই মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবেনা। আগামী ৩১শে জুলাই সংসদের বিভিন্ন ক্যাম্প থেকে বিতরণ করা হবে মার্কশিট এবং সার্টিফিকেট। করোনা ভাইরাসের জন্য এবছর কয়েকটি পরীক্ষা বাকি থাকতেই বন্ধ করে দেওয়া হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। এরপর রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, পরীক্ষা নেওয়া হবে। কিন্তু বিভিন্ন জটিলতায় শেষ পর্যন্ত তা নেওয়া হয়নি। যে বিষয়গুলি পরীক্ষা হয়েছে সেগুলিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাকি বিষয়গুলিতে নম্বর দেওয়া হবে বলে জানানো হয়েছিল শিক্ষা দপ্তরের তরফে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সংসদের ওয়েবসাইট থেকে কিভাবে দেখবেন উচ্চমাধ্যমিকের ফলাফল:

১. উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে (wbchse.nic.in) যান।

২. এবার WBCHSE Result 2020 লিঙ্কে ক্লিক করুন।

৩. সেখানে নিজের রোল নম্বর এবং জন্ম তারিখ দিন। ‘Submit’-এ ক্লিক করুন।

৪. স্ক্রিনে ২০২০ সালের রেজাল্ট (HS Result 2020) দেখাবে।

অন্যান্য কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে:

wbresults.nic.in

www.exametc.com

www.indiaresults.com

www.results.shiksha

এসএমএস এর মাধ্যমে কিভাবে জানবেন:

WB12<space>Roll Number লিখে 54242 নম্বরে এসএমএস করুন।

অথবা, WB12<space>Roll Number লিখে 5676750 নম্বরে এসএমএস করুন।

অ্যাপের মাধ্যমে কিভাবে জানবেন:

Google Play Store-এ গিয়ে WBCHSE Results 2020 App ডাউনলোড করুন। সেখানে সহজেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন।

About Author