নিউজরাজ্য

মদ বিক্রিতে রেকর্ড আয় রাজ্যে, একদিনে রাজস্ব আদায় ৪০ কোটি!

Advertisement

লকডাউনের কারণে বন্ধ রয়েছে সমস্ত আয়ের উৎস। বন্ধ রয়েছে শিল্প ক্ষেত্রের উৎপাদনও। এই অবস্থায় দেশের অর্থনীতির হাল ধরতে সহায় মদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ পেয়ে টানা ৪০ দিন পর দেশের অধিকাংশ রাজ্যেই খুলে গেল মদের দোকান। সারা দেশের মতোই সোমবার থেকে স্ট্যান্ড অ্যালোন লিকার শপে মদ বিক্রি শুরু হলো পশ্চিমবঙ্গেও। প্রথম দিনের মদ বিক্রির পরিমাণ ভেঙে দিয়েছে সমস্ত রেকর্ড। একদিনে মদ বিক্রি করে রেকর্ড পরিমাণ টাকার রাজস্ব আদায় করেছে রাজ্যগুলো। কোটি কোটি টাকার এই রাজস্ব আদায়ে চক্ষু চড়কগাছ সকলের।

সোমবার দোকান খোলার আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তের মদের দোকানের সামনে লম্বা লাইন দেখা যায়। কোথাও কোথাও ভোর রাত থেকে সুরাপ্রেমীরা লাইনে দাঁড়িয়ে পড়েন। দোকান খুলতেই আনন্দে মেতে ওঠেন অনেকেই। দেশের বেশিরভাগ রাজ্যেই এই এক ছবি দেখা গেছে। এর ফলে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে রাজ্যগুলো।

একদিন মদ বিক্রি করে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই রাজস্ব আদায় হয়েছে ৪০ কোটি টাকার। সোমবার, দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা ছিল রাজ্যের মদ দোকান। দীর্ঘদিন অপেক্ষার পর গতকাল মদ দোকান খুলতেই উপচে পড়ে সুরাপ্রেমীদের ভিড়। তবে সব রাজ্যকে ঠেক্কা দিয়ে মদ বিক্রির তালিকায় শীর্ষ স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। যোগী আদিত্যনাথের রাজ্যে মোট ১০০ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে একদিনে।

Related Articles

Back to top button