West Bengal Job Vacancy: সুখবর দিলেন মুখ্যমন্ত্রী, রাজ্যে সরকারি পদে একগুচ্ছ কর্মী নিয়োগের সিদ্ধান্ত
রাজ্যে বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর নিয়ে এলো রাজ্য সরকার। মিডিয়ার সামনে এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই পঞ্চায়েত ভোট। আর সেই ভোটের আগেই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সরকারি পদে ১ লক্ষ ২৫ হাজার পদে কর্মী নিয়োগের খবর প্রকাশ্যে এনেছেন। এই খবর যে নিঃসন্দেহে বেকার যুবক-যুবতীদের জন্য হাতে লটারি পাওয়ার মতো, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।
এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে শূন্য পদ ও নিয়োগ প্রসঙ্গে জানান, রাজ্য সরকার ১১ হাজার প্রাথমিক, ১৪ হাজার ৫০০ উচ্চ প্রাথমিক কর্মী নিয়োগ করবে। তিনি এও জানান, খুব শীঘ্রই এই পদগুলিতে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী পক্ষকে এক্ষেত্রে বাধা সৃষ্টি না করারই অনুরোধ জানিয়েছেন। তবে এই খবর যে মিডিয়ার পাশাপাশি একাংশের মাঝে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে সেকথা আর আলাদাভাবে বলার নয়। উল্লেখ্য, সরকারি পদে নিয়োগ প্রসঙ্গে ক্ষোভের শেষ নেই সাধারণের মাঝে, অবশ্য তার একাধিক ঝলক মিডিয়াতেই রয়েছে।
কোন পদে কতজন নিয়োগ হবে?
১) রাজ্য সরকার প্রাথমিক, উচ্চ প্রাথমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় মিলিয়ে ২,২০০ অধ্যাপক ও অধ্যাপিকা নিয়োগের চিন্তাভাবনা করেছে।
২) পুলিশ বাহিনীতে ভিন্ন পদে ২০ হাজার কর্মী নিয়োগের চিন্তা করেছে সরকার।
৩) আবগারি কনস্টেবলের প্রায় তিন হাজারের কাছাকাছি শূন্য পদ রয়েছে, সেখানেও কর্মী নিয়োগের চিন্তাভাবনা করছে সরকার।
৪) গ্রুপ ডি পদেও ১২ হাজার কর্মী নিয়োগের চিন্তাভাবনা করেছে সরকার।
৫) গ্রুপ সি পদেও ৩ হাজার কর্মী নিয়োগের চিন্তায় রয়েছে রাজ্য সরকার।
৬) সরকারি হাসপাতালে ২,০০০ ডাক্তার ও ৭,০০০ নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
৭) কমিউনিটি হেলথ ওয়ার্কারের ক্ষেত্রে ২,০০০ ও ৭,০০০ আশা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি সহায়ক হিসেবেও ২,০০০ জনকে নিয়োগ করতে পারে।
৮) সমাজকল্যাণ দপ্তরে ৯,৪৯৩ জন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের পাশাপাশি সহায়ক পদেও ১৩,৯২৬ জনকে নিয়োগ করতে পারে সরকার।
৯) হেলথ ওয়ার্কারের ভিন্ন পদে ১৩,৯২৬ জনকে নিয়োগ চিন্তাভাবনা করেছে রাজ্য সরকার।
১০) এছাড়াও সরকারের ভিন্ন পদে ১৭,০০০ কর্মী নিয়োগের চিন্তাভাবনায় রয়েছে সরকার।
পঞ্চায়েত ভোটের আগে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর এমন ঘোষণা বিচলিত করেছে অনেককেই। একাংশের মত, ভোটের কারণেই এমন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ্যে এনেছেন মুখ্যমন্ত্রী। তিনি বেকার যুবক-যুবতী ও ছাত্র-ছাত্রীদের মুখের দিকে তাকিয়েই এই প্রক্রিয়ায় বাধা না দিতে অনুরোধ করেছেন বিরোধীদের। এখন এটাই দেখার ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা শেষপর্যন্ত বেকার যুবক-যুবতীদের মুখে কতটা হাসি ফোটায়!