Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে প্রায় দেড় হাজার পদে নিয়োগ, গ্রাজুয়েশন যোগ্যতায় বেতন পাওয়া যাবে ৪২,০০০ টাকা

Updated :  Tuesday, December 6, 2022 6:02 PM

রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে এবারে চলছে ব্যাপক নিয়োগ। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি এবং প্রায় দেড় হাজার পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে এই বিবৃতিতে। চলুন জেনে নেওয়া যাক এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড মেডিকেল অফিসের পদে কর্মী নিয়োগ করতে চলেছে। এই মুহূর্তে এই পদের জন্য মোট শূন্য পদ রয়েছে ১৪২৯ টি। এর মধ্যে ৭৫০ টি শূন্য পদে মেডিকেল অফিসার (GDMO) নিয়োগ করা হচ্ছে এবং বাকি ৬৭৯ টি পদে নিয়োগ করা হচ্ছে মেডিকেল অফিসার স্পেশালিস্ট। উভয় পদের জন্যই কোন স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীদের এমবিবিএস পাস করতে হবে। মেডিকেল অফিসার GDMO পদে আবেদনের জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৬ বছর। অন্যদিকে মেডিকেল অফিসার স্পেশালিস্ট পদে আবেদনের জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর। প্রতিমাসে বেতন মিলবে ১৫৬০০ টাকা থেকে ৪২০০০ টাকা পর্যন্ত।

আপনাকে যদি এই পদের জন্য আবেদন করতে হয় তাহলে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। SC, ST অথবা PWD-দের এই পদে আবেদনের জন্য কোন আবেদন মূল্য দিতে হবে না। বাকি সব ক্যাটাগরির প্রার্থীকে আবেদন মূল্য বাবদ ২১০ টাকা দিতে হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ৯ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন।