Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাড়ির চারজন করোনা পজিটিভ, এবার হোম কোয়ারেন্টিনে দিলীপ ঘোষ

Updated :  Wednesday, August 26, 2020 10:40 PM

কলকাতা :করোনা সংক্রমণ বাড়তেই শুরু থেকে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সচেতনতা অবলম্বন করে এসেছেন। বারবার তিনি রাজ্যের মানুষদের সচেতন থাকার বার্তাও দিয়েছেন। একাধিকবার তাকে সাংবাদিক বৈঠকে আসতে দেখা গেলেও তিনি করোনার প্রস্তুতি নিয়েই সামনে এসেছেন।

একদিকে দলের এতো কাজ সামনে একুশের ভোট। আর তারমধ্যেই এবার তার বাড়ির চারজন করোনায় আক্রান্ত হলেন। কিছুদিন আগে তার বাড়ির  পরিচারকের জ্বর হয়েছিল।কিন্তু বাকিদের কোনও উপসর্গ ছিল না। এরপর  করোনা টেস্ট করাতেই তাদের সবার রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই করোনা আক্রান্ত হয় তার বাড়ির নিরাপত্তারক্ষী। এর আগে তার গাড়ির চালক সেও করোনা আক্রান্ত হন।

জানা গিয়েছে ওই করোনা আক্রান্তরা সকলেই রাজারহাটে দিলীপবাবুর বাড়িতে থাকতেন। এইভাবে একে একে করোনা আক্রান্ত হয়ে পড়ায় স্বাভাবিকভাবে চিন্তিত হয়ে পড়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ । তবে অনেকের মতে এক জায়গায় একসঙ্গে থাকার ফলেই হয়তো একজনের থেকে অন্য জনের শরীরে করোনা ছড়িয়ে পড়েছে । আর এদিন আবার নতুন এক জনের করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসার ফলে হোম কোয়ারেন্টিনে আছেন দিলীপ বাবু।

তবে এখন চারজনই বর্তমানে রাজারহাটের কোভিড হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই দিলীপ ঘোষ জানিয়েছেন তার মধ্যে এখনো পর্যন্ত করোনার উপসর্গ না থাকায় তিনি করোনা টেস্ট করাননি।কিন্তু এতো কিছুর পরেও দলের কাজ সচল রাখতে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ও ফোনে যোগাযোগ সারছেন। আপাতত এখন ঘরে থেকেই তিনি নিজেকে সুরক্ষিত রেখেই দলের সমস্ত কাজ চালাবেন বলে সূত্রের খবর।