Today Trending Newsনিউজরাজ্য

২রা এবং ৯ই আগস্ট থাকছে না সম্পূর্ণ লকডাউন, ঘোষণা স্বরাষ্ট্রদপ্তর

Advertisement

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য লকডাউনে একাধিক বৈচিত্র্য এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সর্বশেষ ঘোষিত লকডাউনে কিছু পরিবর্তন আনলো রাজ্য সরকার। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে ট্যুইট করে বলা হয়েছে ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে ২রা এবং ৯ই আগস্ট থাকছে না সম্পূর্ণ লকডাউন। তবে ওই দু’দিন বাদ দিয়ে ঘোষণা অনুযায়ী লকডাউন অপরিবর্তিত থাকবে।

স্বরাষ্ট্র দপ্তরের ট্যুইটে বলা হয়েছে, লকডাউনের সূচি ঘোষণার পর থেকেই বিভিন্ন মহল থেকে ২রা এবং ৯ই আগস্ট সম্পূর্ণ লকডাউন না করার অনুরোধ আসছিল। তার প্রধান কারণ হলো ওই দু দিনে বেশ কিছু ধর্মীয় উৎসব ও অনুষ্ঠান পালন করা হয়। সাধারণ মানুষের সেই ভাবাবেগকে সম্মান দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর।

উল্লেখযোগ্য সম্প্রতি রাজ্য সরকারের সর্বশেষ ঘোষণায় বলা হয়েছে ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১শে আগস্ট রাজ্যজুড়ে জারি থাকবে সম্পূর্ণ লকডাউন। তবে ২রা এবং ৯ই আগস্ট দুদিনই রবিবার। এই দুদিনের সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্তকে অবশেষে খারিজ করলো স্বরাষ্ট্রদপ্তর।

Related Articles

Back to top button