আগস্ট মাসের ১ তারিখ থেকে শুরু হচ্ছে আনলক ৩.০। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গাইডলাইন প্রকাশ করে দিয়েছে। এবার রাজ্য সরকারের পক্ষ থেকে গাইডলাইনস প্রকাশ করা হল। বৃহস্পতিবার নবান্নের তরফ থেকে কোন কোন ক্ষেত্রে ছাড় মিলবে আর কোন কোন ক্ষেত্রে পরিষেবা বন্ধ থাকবে, তার নির্দেশিকা জারি করল। আগামী ৩১ আগস্ট পর্যন্ত রাজ্যে লকডাউন জারি থাকবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই মাসের ৫,৮, ১৬, ১৭, ২৩, ২৯ এবং ৩১ আগস্ট লকডাউন জারি থাকবে।
রাজ্যে কোন কোন ক্ষেত্রে ছাড় মিলবে না, দেখুন সেই তালিকা –
১) সমস্ত স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
২) সব সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক, অডিটোরিয়াম, বার বন্ধই থাকবে।
৩) রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, বিনোদনমূলক সমস্ত জমায়েত বন্ধ রাখতে হবে।
কোন কোন ক্ষেত্রে ছাড় মিলবে, দেখে নিন তালিকা-
১) কেন্দ্রের নির্দেশিকা মত ৫ আগস্ট থেকে সমস্ত যোগ ব্যায়াম কেন্দ্র ও জিম খোলা থাকবে। কিন্তু কন্টেনমেন্ট জোনের ভিতর জিম বা যোগ সেন্টার খোলা যাবে না।
২) স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত কাজে ছাড় মিলবে।
৩) আইন সংক্রান্ত, বিদ্যুৎ পরিষেবা, দমকল, জলের পরিষেবাতে ছাড় দেওয়া হবে।
৪) ই-কমার্সের কাজ চালু থাকবে।
৫) হোম ডেলিভারিতে ছাড় দেওয়া হবে।
৬) সংবাদমাধ্যমের পরিষেবাতেও ছাড় দেওয়া হবে।
৭) ওষুধের দোকান খোলা থাকবে।
৮) আন্তঃরাজ্য জিনিসপত্র পরিবহনে ছাড় থাকবে।
৯) কৃষিক্ষেত্রে ও চা বাগানে কাজ হতে পারে।
১০) শিল্পক্ষেত্রে ইন-হাউস কর্মীদের নিয়ে কাজ চলতে পারে।














Amanda Seyfried Describes Socialism as ‘A Gorgeous Idea’ While Discussing New Film