করোনা ভাইরাসের সংক্রমণের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল রাজ্যের সমস্ত ধর্মীয় স্থান। তারপর আনলক ১-র পর থেকে ধীরে ধীরে সব পরিষেবা খুলেছে। রাজ্যের বিভিন্ন মন্দিরগুলিও খোলা হয়েছে। তবে অবশ্যই বিশেষ স্বাস্থ্যবিধি মেনে মন্দির খোলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় ৩ মাস বন্ধ থাকার পরে জুন মাসে রথের দিন খুলেছিল তারাপীঠের মন্দির।
কিন্তু আবার এই মন্দির বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। আগস্ট মাসের ১ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে তারাপীঠের মন্দির। আজ সেবায়েতদের নিয়ে মন্দির কমিটির বৈঠক হয় আর বৈঠকের পরেই ঠিক হয় যে ফের বন্ধ রাখা হবে মন্দির।
মন্দিরের সেবায়েত সংঘের সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন যে পয়লা আগস্ট থেকে ফের মন্দির বন্ধ থাকবে যতীন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়। এই সময় শুধু প্রথামাফিক ভোগ দেওয়া হবে আর আরতি করা হবে।