নিউজরাজ্য

আর মাত্র কয়েক ঘন্টা, ব্যাপক বৃষ্টিতে ভাসতে চলেছে এই জেলাগুলি

Advertisement

পশ্চিমবঙ্গ: আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভিজতে পারে কলকাতাসহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতন বেশ কয়েকটি জায়গা। আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী রবিবার থেকে বৃষ্টি বাড়ার কথা ছিলো উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির একাধিক এলাকাসহ কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

আগামিকাল থেকেই বৃষ্টি বাড়বে  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। মঙ্গলবারও ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং ,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ,উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

আজ সকাল থেকেই কলকাতার আংশিক আকাশ মেঘলা থাকার পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিলো ৬০ থেকে ৯৫ শতাংশ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস৷ মঙ্গলবার থেকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Related Articles

Back to top button