West Bengal Weather Update: ঘূর্ণাবর্তের জেরে রবি, সোম তোলপাড় হবে আবহাওয়া, শুরু বৃষ্টি
সকাল থেকে আকাশের মেঘ ভার। রবিবার ভোর থেকে আকাশে দেখা মেলেনি রবির। মাঝে কিছুক্ষণের জন্য রোদ উঠলেও আবার যে কে সেই। বিগত কয়েক দিন ধরে মারাত্মক গরম পড়েছিল রাজ্য জুড়ে। তীব্র গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছিল মানুষের প্রাণ। একটু বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে ছিলেন সবাই। শেষ পর্যন্ত বৃষ্টি হচ্ছে।
বেলা গড়ানোর পর কলকাতাতেও শুরু হয়েছে বৃষ্টি। মুষলধারে বৃষ্টি না হলেও গরম কমেছে অনেকটা। আপাতত আবহাওয়ার যা আপডেট তাতে রাজ্যের বেশিরভাগ জায়গার আবহাওয়া এরকমই থাকবে। রোদের দাপট আগামী দিন দুই কম থাকার সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে বলেই জানা যাচ্ছে। তার থেকেও বড় কথা কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জায়গায়। উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে অনেকটা ঠাণ্ডা।
জানা গিয়েছে, সাগরের উত্তরাঞ্চলে একটি ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতা বৃদ্ধির পূর্বাভাসে পাওয়া গিয়েছে। যার ফলে সোমবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত আবহাওয়ার বদল লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গ গত এক সপ্তাহ ধরে দিনের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। সেখানে পারদের স্তর তিন থেকে চার ডিগ্রি হ্রাস পেতে চলেছে। যার এই অঞ্চলের মানুষকে তীব্র গরম থেকে স্বস্তির আমেজ পাবে কিছুটা। কলকাতায় ৩৮.৩ ডিগ্রি এবং আসানসোল, পুরুলিয়া ও ব্যারাকপুরে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতিক্রম করেছে ইতিপূর্বে। রবিবার হুগলি, হাওড়া এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। এরইসঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে