Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Summer Vacation: গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা, গরমের ছুটি কি বাড়বে? জেনে নিন

Updated :  Monday, June 2, 2025 9:56 AM

গত কয়েক দিন ধরেই রাজ্যজুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছিল—আবার কি পিছোবে স্কুল খোলার দিন? সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল গুজব, আরও সাত থেকে পনেরো দিনের জন্য বাড়ানো হতে পারে গরমের ছুটি। কেউ বলছিলেন ১৬ তারিখ, কেউ বা ১৭ তারিখ খুলবে স্কুল। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার, ২ জুন ২০২৫ থেকে রাজ্যের সমস্ত সরকারী ও বেসরকারি স্কুলে পুনরায় শুরু হয়েছে ক্লাস।

রাজ্যে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছিল ৯ মে থেকে, যা শেষ হয় ৩১ মে। তীব্র দাবদাহ এবং কোভিড সংক্রমণ বৃদ্ধির মধ্যে অভিভাবকদের একাংশ আশা করেছিলেন, ছুটি হয়তো কিছুটা বাড়ানো হবে। তবে প্রশাসনের তরফে কোনো রকম নির্দেশিকা জারি না হওয়ায়, যথারীতি নির্ধারিত সময়েই খুলে গেল স্কুল।

গত কয়েক দিন আগেও নিম্নচাপের প্রভাবে তাপমাত্রা কিছুটা স্বস্তিদায়ক থাকলেও, আবার বাড়তে শুরু করেছে গরম। বিশেষত উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দিনের তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস। এই আবহে শিশুরা স্কুলে ঠিকমতো পড়াশোনা করতে পারবে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক অভিভাবক।

তাপপ্রবাহের পাশাপাশি বাড়ছে করোনা সংক্রমণও। রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৮৭। যদিও এখন পর্যন্ত সরকারের তরফে কোনও নতুন সতর্কতা বা নির্দেশিকা জারি করা হয়নি।

রাজ্য প্রশাসন স্কুল খোলার ক্ষেত্রে নির্ধারিত রুটিন মেনেই চলছে। তবে স্বাস্থ্য ও শিক্ষাবিদদের মতে, এই পরিস্থিতিতে স্কুলে পর্যাপ্ত জল, ঘন ঘন বিরতি এবং মাস্ক ব্যবহারের মতো সতর্কতা জরুরি। অনেক স্কুল ইতিমধ্যে দিনের প্রথম ভাগেই ক্লাস শেষ করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে দুপুরের তীব্র গরম এড়ানো যায়।

গরম ও করোনা—দু’য়ের সঙ্গেই আপাতত সমঝোতার পথেই এগোচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। আবহাওয়া ও সংক্রমণের তীব্রতা অনুযায়ী ভবিষ্যতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানানো হয়েছে।