ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে আবহাওয়ার বড়সড় বদল, জানাল হাওয়া অফিস
অসময়ে বৃষ্টি বাংলায় নিয়ম হয়েছে। গ্রীষ্ম থেকে বসন্ত বছরের ছয়টি ঋতুতেই নিজের খেল দেখিয়েছে বরুণ দেব। বসন্তের প্রারম্ভেও সেই ধারা বজায় রয়েছে। এই সপ্তাহের মাঝামাঝি বৃষ্টি হয়েছে বঙ্গদেশে। সপ্তাহান্তে এসে আবারও বৃষ্টির পূর্বাভাস শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর।
তবে এবার উত্তরবঙ্গ নয় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। সপ্তাহের প্রথম থেকেই ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতেও।
আরও পড়ুন : আগামী মাস থেকেই গরমের দাপট শুরু, জানালো আবহাওয়া দফতর
কলকাতা সহ দুই চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া, বর্ধমান ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে সপ্তাহ জুড়ে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার কলকাতার উষ্ণতা স্বাভাবিকের চেয়ে কম থাকবে। সর্বনিম্ন উষ্ণতা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। সর্বোচ্চ উষ্ণতা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। উত্তুরে হাওয়ার কারণে বাতাস ঠান্ডা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।