রাজ্য

Weather Forecast: টানা দুদিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস এই জেলায়, কোন কোন জেলায় হবে বৃষ্টি? জেনে নিন আবহাওয়ার খবর

ঠান্ডা আমেজের মধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস

Advertisement

ঠান্ডার আমেজের মধ্যে আবারো বৃষ্টির পূর্বাভাস শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী রাজ্যের দুই জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই দুই জেলায় টানা দুদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত হ্রাস পাবে বলে জানা যাচ্ছে। সকাল এবং রাতে ঠান্ডা আমেজ থাকবে এবং ভোরবেলা হালকা কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে।

তবে বেলা বাড়তে তীব্র রোদের তাপ থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, পশ্চিমবঙ্গে ঠান্ডা ঢুকবে ১৫ নভেম্বরের পর। আপাতত জাঁকিয়ে শীত কবে থেকে সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি। তবে হালকা একটা শীতের আমেজ থাকবে

দক্ষিণবঙ্গে আগামী সাতদিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা বিশেষ একটা নেই। কলকাতা এবং অন্যান্য কয়েকটি জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। পাশাপাশি শীতের মুখে উত্তরবঙ্গের দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং এ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল এই দুই জেলাতে বৃষ্টি হবে।

Related Articles

Back to top button