নিউজদেশ

West bengal weather monsoon: রবি-সোমবারে নামবে তুমুল বৃষ্টি, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা

৯ থেকে ১৫ জুন পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে

Advertisement

কেরালা এবং উত্তর-পূর্ব ভারতে অবশেষে ঢুকে পড়লে বর্ষা। আসামে ঢুকে পড়লো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে ঢুকে যাবে বর্ষা। ইতি মধ্যেই জানিয়ে দিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর-পূর্ব বাংলাদেশ এবং উত্তর মায়ানমার সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে। এর ফলে মেঘলা আকাশ বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে। আগামী ২৪ ঘণ্টা পরে এই মেঘ সরে যেতে পারে। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে। রবিবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই তিনটি জেলাতে। এছাড়াও ভারী বৃষ্টি হবে, দার্জিলিং এবং কালিম্পং জেলায়।

প্রাক বর্ষার বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বাংলায়। তবে এখনই তাপপ্রবাহ থেকে রেহাই মিলবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে পশ্চিম দিকে জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। একইসঙ্গে বৃষ্টি হবে পূর্বের জেলাগুলিতে। রবিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে।

অন্যদিকে সাত দিন পর ভারতের মূল ভূখণ্ড কেরলে প্রবেশ করছে বর্ষা। আজ উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু ঢোকার প্রবল সম্ভাবনা আছে। এর কারণে রবি এবং সোমবারের মধ্যে উত্তরবঙ্গ এবং বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। যদিও জলপাইগুড়িতে মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ৭ জুন। বাংলায় এবারে দেরিতেই আসবে বর্ষা। তবে দক্ষিণবঙ্গে কবে বর্ষা আসবে সেটা এখনো জানা যায়নি। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই ৯ থেকে ১৫ জুন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কোথাও হালকা, মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related Articles

Back to top button