আবার বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামী ২-৩ ঘন্টার মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা ও কোচবিহারের বেশ কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়া কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সাথেই আদ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।
পাশাপাশি দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূমে। আর বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। মৌসুমী অক্ষরেখার টানে প্রচুর জলীয়বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে।
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি জারি থাকবে। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি কোচবিহার, আলিপুরদুয়ার এই ৫ জেলাতে ভার্সিটি জারি থাকবে রবিবার পর্যন্ত।