পশ্চিমী ঝঞ্ঝার ফলে আবার হতে পারে বৃষ্টি এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গ থেকে ওড়িশা হয়ে অন্ধপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টির ফলে বৃষ্টি হতে পারে সপ্তাহের শুরুতেই।
শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেশ অনেকটাই কমে হয়েছিল ১৩.৫ ডিগ্রি। আরও তিন চার দিন থাকবে শীত। এই মরশুমে শীতের আনন্দ আরও কিছুদিন উপভোগ করতে পারবে রাজ্যবাসী। সঞ্জীব বন্দ্যোপাধ্যায় যিনি আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা তিনি বলেন শনি-রবিবার তাপমাত্রা থাকবে ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াস। জেলায় থাকবে আরও ২-৩ ডিগ্রি কম।
আরও পড়ুন : অভিযুক্তদের আইনজীবীর হুমকি, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ফাঁসীর দিন
শুক্রবার আকাশ পরিশকার থাকলেও ভোরের দিকে আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন। তবে শনিবার কুয়াশার খুব একটা সম্ভাবনা নেই। বৃহস্পতিবার রাত থেকে তাপমাত্রা কিছুটা কমতে থাকে যার ফলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাতাসে বেড়ে যাওয়া জলীয় বাষ্প সম্পৃক্ত হয়ে সৃষ্টি হয় ঘন কুয়াশার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন শহরের পাশাপাশি জেলাতেও ফিরছে শীত।