Today Trending Newsনিউজরাজ্য

আবার রাজ্যে আসছে, ২৪ ঘণ্টার জন্য বড়সড় খবর দিল হাওয়া অফিস

Advertisement

পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ার সংঘাতের ফলে আবারও রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ বিভিন্ন জেলায় সকাল থেকেই মেঘলা হয় আকাশ। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে, কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হতে পারে বৃষ্টি।

এটি চলতে পারে শুক্রবার পর্যন্ত। এছাড়া বুধবার থেকে দার্জিলিং এ বৃষ্টির সাথে সাথে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা হতে হতেই বাড়ল তাপমাত্রা। সকাল সকাল কলকাতার পারদ বেড়েছে ৪ ডিগ্রি। তবে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস যা ছিল স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম।

আরও পড়ুন : নির্ভয়া দোষীদের আজ ফাঁসির রায় ঘোষণা করবে দিল্লি হাইকোর্ট

পূর্বাভাস অনুসারেই সকাল সকাল ঠাণ্ডা যেন উধাও হয়ে যায়। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয় ১৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা হয় ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। তবে মেঘলাভাব কাটলে আরও একবার শীত পড়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

Related Articles

Back to top button