নিউজরাজ্য

West Bengal Weather Report: আজ প্রবল ঝড়-বৃষ্টির সম্ভবনা এইসব জেলায়, রয়েছে কালবৈশাখীর আশঙ্কাও

দক্ষিণবঙ্গে এখন একেবারেই অন্যরকম আবহাওয়া বিরাজমান

Advertisement

আজকে বৃহস্পতিবার ও কাল অর্থাৎ শুক্রবার বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই মুহূর্তে বাংলার আশেপাশে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এই অক্ষরেখা থাকার কারণেই বৃষ্টির সম্ভাবনা বাড়ছে বাংলায়। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই আন্দামানে প্রবেশ করবে বর্ষা। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য অনুকূল পরিবেশ রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। তবে আন্দামানে আগে এলেও কেরলে পরেই আসবে বর্ষা। এবারে ৩ দিন দেরি করে বর্ষা আসছে কেরলে। এর ফলে বাংলাতেও কিছুটা দেরি করে বর্ষা আসতে পারে।

দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে। তবে, এটা বর্ষার বৃষ্টি একেবারেই না। দক্ষিণের বেশিরভাগ জেলাতেই দিনের বেলায় গরম বাড়বে এবং রাত্রের দিকে বা বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। এছাড়াও থাকবে আর্দ্ররাজনিত অস্বস্তি। বৃষ্টির সঙ্গেই ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া দিতে পারে। এছাড়া, শিলাবৃষ্টির আশঙ্কাও আছে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির বাড়বে বাংলায়। সঙ্গেই কলবৈশখির সম্ভাবনা আছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলাতে।

বৃষ্টি হবার সম্ভাবনা আছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি হবে অর্থাৎ গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি বেশি থাকবে। শুক্র, শনি ও রবিবার বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে শনিবার পর্যন্ত। এছাড়াও হালকা কালবৈশাখীর সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের একেবারে উত্তরের ৩টি জেলায় শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

Related Articles

Back to top button