বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যজুড়ে। আজ কলকাতার আকাশ মেঘলা। ঠান্ডা হওয়া বইছে। তবে বাতাসে আদ্রতা বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে দক্ষণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম বর্ধমান শহর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিকালের পর থেকেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সম্ভাবনার কথা বলেভহে হাওয়া অফিস
সপ্তাহের শুরুতে মঙ্গলবার ও বুধবার রাজ্যে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার দুই বঙ্গেই কালবৈশাখীর প্রবল সম্ভাবনা আছে। বুধবারও রাজ্যে ঝড়-বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির কাছাকাছি। বাতাসে আদ্রতার পরিমান ৭০ শতাংশের মধ্যে থাকবে। গতকাল বেশ কিছু জায়গাতে প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে।
আগামী সপ্তাহ জুড়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা আছে। আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম এই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও আবার শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এই জায়গা গুলিতে তুষারপাতের সম্ভাবনা আছে।