নিম্নচাপের জেরে গেরুয়া সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘন্টায় আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। প্রসঙ্গত, গতকালই আবহাওয়া দপ্তরের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। আজ জারি করা হলো গেরুয়া সতর্কতা।
আবহাওয়া দপ্তরের স্পেশাল বুলেটিনে জানানো হয়েছে যে, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ সংলগ্ন সাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপটি আগামী ২৪ ঘন্টায় আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। ফলে আগামী ২৪ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। কলকাতা সহ দুই ২৪ পরগণায় আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হতে পারে শহর কলকাতা। কলকাতা পুরসভার তরফে ইতিমধ্যেই যাতে জল না জমে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে। নিম্নচাপের জেরে জলোচ্ছ্বাস হতে পারে দিঘা উপকূলে। নিম্নচাপের জেরে আজ সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৭.২ মিলিমিটার, আগামী ২৪ ঘন্টায় যা আরও বাড়বে।