পশ্চিমবঙ্গ : বুধবার বাংলার একাধিক জায়গায় আকাশের মুখ ভার আর মাঝে মাঝে বৃষ্টি দেখা গেলেও, বৃহস্পতিবার সকাল থেকে দেখা গিয়েছে রোঁদ ঝলমলে পরিষ্কার আকাশ।
আগের মতন বৃষ্টিও নেই। কিন্তু বাতাসে আদ্রতার পরিমাণ থাকার ফলে একটু অস্বস্তিজনক আবহাওয়া দেখা দিয়েছে। আজকের সর্বচ্চো তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস।
কিন্তু আগামিকাল বৃষ্টি না হলেও ফের শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রের খবর হালকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গে। এই বৃষ্টির জেরে একাধিক এলাকা ভাসবে বলে মত হাওয়া অফিসের, তবে বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা বাংলা জুড়েই।