Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

West Bengal weather update: নতুন নিম্নচাপে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ হাওয়া অফিসের

Updated :  Sunday, June 25, 2023 7:16 PM

স্বাভাবিকের থেকে অনেকটা দেরি করে বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকলেও আষাঢ়ের মেঘে দেখা মিলেছে বর্ষার চেনা ছবির। আবহাওয়া অফিস বেশ কিছুদিনের অপেক্ষার পর জানিয়ে দিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দক্ষিণের উপকূল ঘেঁষে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগণায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে।

উপকূলে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। এই হাওয়ার গতিবেগ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার মতো হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি উপকূলে সতর্কতা জারি করা হয়েছে এবং মৎস্যজীবীদের রবিবার এবং সোমবার গভীর সমুদ্রে যেতে নিষেধ করেছে হাওয়া অফিস। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার সারাদিন কলকাতায় বিক্ষিপ্তভাবে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

ইতিমধ্যেই রবিবার সকাল থেকে শহর লাগোয়া এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। হুগলির বেশ কয়টি জায়গায় রবিবার ভোরের দিকে মুষলধারে বৃষ্টি হয়েছে বলে খবর মিলেছে। বিক্ষিপ্তভাবে ভিজেছে কলকাতা। হাওয়া অফিস বলেছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে ইতিমধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তৈরি হওয়া এই নতুন নিম্ন চাপের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে যেহেতু ইতিমধ্যেই বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে তাই আপাতত এরকম বিক্ষিপ্ত বৃষ্টি চলবেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।