ভারতীয় রেলওয়েতে সরকারি চাকরিতে ব্যাপক নিয়োগ, নূন্যতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস
জেনে নিন কিভাবে করতে হবে অ্যাপ্লাই
পশ্চিম মধ্য রেলওয়েতে এবারে নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় রেলওয়ে। রেলওয়ে রিক্রুটমেন্ট সেলে নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা এনটিপিসিতে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হলো ভারতীয় রেলওয়ের তরফ থেকে। চলুন জেনে নেওয়া যাক, এই চাকরিতে পরীক্ষা দেওয়ার জন্য আপনার নূন্যতম যোগ্যতা কত হতে হবে, বয়সগত যোগ্যতা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলির মানদন্ড কিরকম।
শূন্য পদ
ভারতীয় রেলওয়ের এই বিশেষ চাকরিতে সর্বমোট ১২১ টি শূন্য পদ রয়েছে। এর মধ্যে আটটি রয়েছে স্টেশন মাস্টারের পদ, ৩৮ টা রয়েছে স্টেশন কমার্শিয়াল টিকিট ক্লার্কের পদ, ৯টি রয়েছে সিনিয়র ক্লার্ক টাইপিস্ট এর পদ, ৩০ টা রয়েছে কমার্শিয়াল টিকিট ক্লার্কের পদ, ৮টি রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক টাইপিষ্ট এর পদ এবং ২৮ টি রয়েছে জুনিয়র ক্লার্ক টাইপিস্ট এর পদ।
বেতন
স্টেশন মাস্টারের বেতন ৩৫ হাজার ৪০০ টাকা প্রতি মাসে, সিনিয়র কমার্শিয়াল টিকিট ক্লার্কের মাসিক বেতন ২৯ হাজার ২০০ টাকা, সিনিয়র ক্লার্ক এবং টাইপিস্টের মাসিক বেতন ২৯ হাজার ২০০ টাকা, কমার্শিয়াল টিকিট ক্লার্ক এর বেতন ২১ হাজার ৭০০ টাকা, অ্যাকাউন্ট ক্লার্কের বেতন ১৯ হাজার ৯০০ টাকা, এবং জুনিয়র ক্লার্কের বেতন ১৯ হাজার ৯০০ টাকা।
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা
স্টেশন মাস্টার, সিনিয়র কমার্শিয়াল টিকিট ক্লার্ক এবং সিনিয়র ক্লার্ক এবং টাইপিস্টের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক। অন্যদিকে কমার্শিয়াল টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক এবং জুনিয়র ক্লার্কের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস।
বয়স সীমা
অসংরক্ষিত ক্যাটাগরির জন্য বয়স সীমা ১৮ বছর থেকে ৪২ বছর পর্যন্ত, ওবিসি ক্যাটাগরির জন্য বয়স সীমা ১৮ থেকে ৪৫ বছর, তপশিলি জাতি এবং উপজাতির জন্য বয়সসীমা ১৮ থেকে ৪৭ বছর।
প্রার্থী বাছাই প্রক্রিয়া
একটি কম্পিউটার নির্ভর পরীক্ষা, অ্যাপটিটিউড টেস্ট/ টাইপিং স্কিল পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার পরে প্রার্থী বাছাই করা হবে।
প্রয়োজনীয় তারিখ
অনলাইন আবেদন শুরু হবার তারিখ ৮ জুলাই ২০২২ এবং অনলাইন আবেদন শেষ হওয়ার তারিখ ২৮ শে আগস্ট ২০২২। ভারতীয় রেলের পশ্চিম মধ্য শাখার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা এই চাকরির জন্য আবেদন করতে পারেন।