পুজোর মৃদু হাওয়া এবং শিউলি ফুলের গন্ধ ইতি মধ্যেই মাতোয়ারা করে তুলেছে সারা বাংলার মানুষকে। কিন্তু তার মাঝেই গরমে অতিষ্ঠ হয়ে উঠছে বঙ্গবাসী। এই গরমের মধ্যে হালকা বৃষ্টি এনে দিচ্ছে সাময়িক স্বস্তি। গতকাল বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও কমেনি তাপমাত্রার পারদ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রী সেলসিয়াস এর কাছে এবং সর্বনিম্ন ছিল ২৭ ডিগ্রী সেলসিয়াস। অবশ্য বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশে বজ্রবিদ্যুৎ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এখনও গরম কমার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।