Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রাক্তন স্বামী আরবাজ খান এখন বিবাহিত, ডিভোর্স দিতে কত কোটি নিয়েছেন মালাইকা

Updated :  Monday, January 15, 2024 12:05 PM

গত 24 শে ডিসেম্বর দ্বিতীয়বার সাতপাকে বাঁধা পড়েছেন আরবাজ খান (Arbaaz Khan)। মালাইকা অরোরা (Malaika Arora)-র প্রাক্তন স্বামী বিয়ে করেছেন বলিউডের মেকআপ আর্টিস্ট সুরা খান (Shura Khan)-কে। ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই সাতপাকে বাঁধা পড়েছেন আরবাজ ও সুরা। উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। ছিলেন আরবাজ ও মালাইকার পুত্র আরহান খান (Arhaan Khan)। তবে এরপর থেকেই পাপারাৎজিদের একাংশের নজর মালাইকার দিকে। বারবার উঠে আসছে কয়েক বছর আগে ঘটে যাওয়া আরবাজের সাথে তাঁর বিবাহ বিচ্ছেদের ঘটনা। এমনকি উঠে আসছে মালাইকার দাবি করা খোরপোষের কথাও।

শোনা যায়, মালাইকা নাকি পনের কোটি টাকা খোরপোষ দাবি করেছিলেন আরবাজের কাছ থেকে। তবে আদৌ এই ঘটনা সত্য কিনা তা জানা যায় না। কারণ মালাইকা স্বনির্ভর। তিনি কেরিয়ার শুরু করেছিলেন মডেলিং-এর মাধ্যমে। পরবর্তীকালে কয়েকটি ফিল্মে অভিনয় করলেও মালাইকার পরিচয় মূলতঃ বলিউডের আইটেম ডান্সার হিসাবে। বিবাহ বিচ্ছেদের পর মালাইকা আরও বেশি করে মন দিয়েছেন কেরিয়ারে। একটি লাইফস্টাইল ব্র্যান্ড রয়েছে তাঁর। এছাড়াও একাধিক রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে দেখা যায় মালাইকাকে। তবে বিবাহ বিচ্ছেদের পর মালাইকা মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন।

কারণ তিনি চাননি সংসার ভাঙতে। কিন্তু আরবাজের পরকীয়া ও বেআইনি বেটিং চক্রে জড়িয়ে পড়ার কারণে মালাইকা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে বিবাহ বিচ্ছেদের পর জীবনের কঠিন পরিস্থিতিতে তাঁর বন্ধু হিসাবে পাশে ছিলেন অর্জুন কাপুর (Arjun Kapoor)। কিন্তু এই কারণে খান পরিবারের তরফে বনি কাপুর (Boni Kapoor)-কে হুমকি দেওয়া হয়েছিল বলেও শোনা যায়। অর্জুনের কেরিয়ার নষ্ট করার চেষ্টাও হয়েছিল। কিন্তু সফল ছিল না সেই চেষ্টা।

তবে বারবার খোরপোষ সংক্রান্ত আলোচনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মালাইকার আইনজীবী। এমনকি মালাইকা নিজেও এই ধরনের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে চান না।