বাংলায় NRC: হিন্দুদের নিয়ে এ কী বললেন অমিত শাহ! তোলপাড় রাজ্যে

বিনোদ পাল: অবেশেষে মঙ্গলবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্টভাষায় জানিয়ে দিলেন, শুধুমাত্র হিন্দুই নয়, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান শরণার্থীদেরও এন. আর.সি.-র মাধ্যমে ভারত ছাড়ার কোনো সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গেও এন.আর.সি. হবেই হবে এবং এ নিয়ে হিন্দুদের ভয়ের কোনো কারণ নেই। তবে তার আগে নাগরিকত্ব সংশোধনী বিল আনা হবে। যদিও এর আগে তৃণমূল সরকার এই বিলের বিরোধিতা করেছিল।

কিন্তু এমতাবস্থায় তৃণমূল চাইলেও এই বিল আটকাতে পারবে না। আর এই বিলের মাধ্যমেই শরণার্থীদের নাগরিকত্ব দেবে কেন্দ্রীয় সরকার। এদিন তিনি রাজ্য সরকারের ওপর সরাসরি ক্ষোভ উগরে বলেন তৃণমূল এই এন. আর.সি. নিয়ে মিথ্যাচার করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, কিন্তু আমরা তা হতে দেব না। তিনি আরো বলেন, দেশ থেকে একজন শরণার্থীও বাদ যাবেন না, দেশে একজনও অনুপ্রবেশকারী থাকবে না।