Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভারত-পাক যুদ্ধ নিয়ে এ কী বললেন ইমরান খান?

Updated :  Monday, September 16, 2019 12:50 PM

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর ভারত-পাক সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। দুই দেশের মধ্যে তিক্ততার পারদ ক্রমশ বেড়েই চলেছে। যার ফলে দুই দেশের মধ্যে যুদ্ধের পটভূমির সৃষ্টি হচ্ছে। আরোও একবার ভারতের সাথে যুদ্ধের পরিস্থিতি হওয়ার সম্ভবনা বিষয়ে মুখ খুললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

রবিবার, Al zazeera কে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান কার্যত স্বীকার করেছেন যে ভারতের সাথে কোনো যুদ্ধ সংগঠিত হলে হেরে যেতে পারে পাকিস্তান। এবং এই যুদ্ধের পরিণতি যে ভয়াবহ হতে চলেছে তার আশঙ্কা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। কাশ্মীরের বিষয়ে পরমাণু যুদ্ধের প্রভাব কি হতে পারে এই নিয়ে তিনি তাঁর মত পোষণ করেন। কাশ্মীর ইস্যুতে ভারতের পরমাণু হামলা করার বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান , “আমি বলেছিলাম পাকিস্তান কখনও পরমাণু হামলা করবে না।

আমি শান্তিবাদী, আমি যুদ্ধের বিরুদ্ধে।” তিনি আরও জানান যে যুদ্ধের মাধ্যমে কখনও কোনও সমস্যার সমাধান করা যায় নি। এই ধরণের যুদ্ধের পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় তাই পাকিস্তান সংযুক্ত রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। এরকম পরিস্থিতির উদ্ভব ঘটলে আন্তর্জাতিক মঞ্চে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে পাক প্রধানমন্ত্রী মন্তব্য করেন।