বাংলায় ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে কিভাবে করোনা মোকাবিলা করা যায় তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন। সেইমত গতকাল বৈঠকে বিস্তারিত ভাবে আলোচনা হয়েছে। আর বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতি বিচার করে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ক্ষেত্রগুলিতে ছাড় ছিল, সেগুলি থাকবে।
মুখ্যমন্ত্রী এদিন এটাও বলেন যে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন চলবে রাজ্যে। তবে লোকাল ট্রেন বা মেট্রো চলবে না। সংক্রমণ এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ৩১ জুলাই পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধই থাকবে। কিন্তু উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি পূর্ব নির্ধারিত দিনেই হবে।
রাজ্য সরকারের পক্ষ থেকে করোনা মোকাবিলায় বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানুষকে সচেতন করার চেষ্টা করছে। কিন্তু তবুও সংক্রমণের রাশ টানা যাচ্ছে না। ক্রমেই বেড়ে চলেছে। বিশেষ করে কলকাতাতে লাগামছাড়া সংক্রমণ হচ্ছে। লোকাল ট্রেন ও মেট্রো ছাড়া সমস্ত পরিবহন ব্যবস্থাই চালু হয়ে গিয়েছে। কিন্তু সব ক্ষেত্রেই বিশেষ বিধিনিষেধ মানা হচ্ছে। এদিন বৈঠকের পর মুখ্যমন্ত্রী বেসরকারি বাসের ভাড়া না বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন এবারের লকডাউন কড়া হবে। আর কোনো কিছুর পরিবর্তন হলে তিনি তা জানিয়ে দেবেন।