ATM থেকে জাল নোট বেরিয়ে গেলে কি করবেন? নোট বদলে দেবে ব্যাংক, শর্তটা জানেন?
এটিএম থেকে কোনভাবে জাল নোট বেরিয়ে গেলে কি করবেন আপনি?
এটিএম এখন ভারতের প্রায় সব মানুষের প্রয়োজন হয়ে উঠেছে। যদি তাড়াতাড়ি টাকার প্রয়োজন হয় তাহলে এটিএম এর থেকে ভালো জায়গা আর নেই। খুব সহজে এটিএম মেশিন থেকে টাকা তুলে নেওয়া যায়। একদিকে যেমন সময় বেঁচে যায় অন্যদিকে খুব তাড়াতাড়ি আপনি নিজের টাকা পেয়ে যান। তবে এটিএম ব্যবহারের সময় কিছু অসুবিধা রয়েছে এবং সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে আগে থেকে। সব থেকে বড় অসুবিধাটা হলো জালিয়াতদের একটা টার্গেট থাকে এই ধরনের এটিএম মেশিন। অনেক সময় এটিএম জালিয়াতের খবর শোনা যায় এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে। সারাদেশে এখন এটিএম জালিয়াতির সংখ্যা বাড়ছে। কিন্তু যদি কোন ভাবে এটিএম থেকে জাল নোট বেরিয়ে যায় অথবা এটিএম থেকে ছেঁড়া নোট বেরিয়ে যায়, তাহলে কি করবেন? চলুন তাহলে আজকে সেটাই জেনে নেওয়া যাক
প্রশ্নটা হলো এটিএম থেকে জাল নোট বেরোলে কি আপনার হাতে কিছু করার রয়েছে? অনেকে এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত জানেন না। এর ফলে সমস্যা বাড়ে তাদের জীবনে। এটিএম থেকে জাল নোট যদি কোনভাবে বেরিয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে সেই নোট নিয়ে সেই কাউন্টারের সিসিটিভি ক্যামেরার সামনে চলে যান এবং তারপর সেই নোট যতটা সম্ভব ক্যামেরার সামনে তুলে ধরুন।
এটিএমে কোন কর্মচারী থাকলে সেই ব্যাপারটা তাকে জানাতে পারেন। কোন অবস্থাতে কিন্তু ঘাবড়ে যাবেন না। সাধারণত এটিএম থেকে জাল নোট বেরোয় না। কিন্তু যদি কোন ভাবে বেরিয়ে যায়, তাহলে তৎক্ষণাৎ এ টি এম স্লিপ এবং জাল নোট নিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে যান। সেখানে গিয়ে পুরো বিষয়টি কর্মীদের জানান। আপনাকে একটি ফর্ম দেবেন। সেই ফরম ফিলাপ করে জমা দিন। নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে আপনার জানলোর পরীক্ষা করা হবে এবং তারপর আপনি আপনার আসল নোট পেয়ে যাবেন।