অরূপ মাহাত: সারদা মামলায় সাক্ষী হিসেবে নয়, এবার সরাসরি অভিযুক্ত হিসেবে রাজীব কুমারকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতের দারস্থ হলো সিবিআই। সারদা মামলার অনেক গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলেছেন কলকাতার প্রাক্তন নগরপাল, এমনটাই দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।
তাই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, একথা জানিয়ে আইপিএস রাজীব কুমারের গ্রেফতারি পরোয়ানা চেয়ে আদালতে আবেদন জানাতে চলেছে তারা। আলিপুর এসিজেএম আদালতে রাজীব কুমারের গ্রেফতারি পরোয়ানা চেয়ে আবেদন করতে পারে সিবিআই৷ সেই কারণে বারাসত থেকে আলিপুরে আনা হচ্ছে সারদা মামলার সমস্ত নথি।
তবে চুপচাপ বসে নেই রাজীব কুমারও। গ্রেফতারি রুখতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। গতকাল, মঙ্গলবার বারাসত আদালতে প্রাক্তন পুলিশ কর্তার আগাম জামিনের মামলা খারিজ হয়ে যায়। বিচারপতি জানান, মামলাটি যেহেতু আলিপুর আদালতের নিয়ন্ত্রণাধীন তাই সেখানে মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রেফতার করা যাবে এই আইপিএস অফিসারকে।
তবে হাল ছাড়েননি রাজীব কুমার। আজও আগাম জামিনের চেষ্টা চালিয়ে গিয়েছেন প্রাক্তন পুলিশ কমিশনার। আলিপুর জেলা আদালতে আগাম জামিনের আবেদন করতে চলেছেন তিনি।