আবার কি হবে নন্দীগ্রামে পুনরায় গণনা? শুভেন্দু কি জয়ী? জেনে নিন নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত
নির্বাচন কমিশন রেকর্ড অনুযায়ী নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ভোট পেয়েছেন ১লাখ ৯ হাজার ৬৭৩ টি। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৭৩ টি
নন্দীগ্রামের ফলাফল নিয়ে বিকেল থেকেই বঙ্গ রাজনীতি তোলপাড় হয়ে আছে। প্রথমে ঘোষণা করা হয়েছিল যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ১২০০ ভোটে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে পরাজিত করেছে। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই বলা হয় সার্ভারে সমস্যা থাকার জন্য ভুল তথ্য পরিবেশিত হয়েছিল। আসলে শুভেন্দু অধিকারী ১৬২২ ভোটে নন্দীগ্রামে জয়লাভ করেছেন। এই পরিস্থিতির পর তীব্র জল্পনা-কল্পনা শুরু হয় বঙ্গবাসীর মধ্যে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন জানায় যে হয়তো পুনরায় গণনা করা হবে এবং আপাতত নন্দীগ্রামের ফল স্থগিত থাকবে। তবে এর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রিটার্নিং অফিসার।
অবশেষে সন্ধ্যে ৭ টা নাগাদ রিটার্নিং অফিসার একটি তথ্য প্রকাশ করেছেন যেখানে বলা হয়েছে নির্বাচন কমিশন রেকর্ড অনুযায়ী নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ভোট পেয়েছেন ১লাখ ৯ হাজার ৬৭৩ টি। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৭৩ টি। এছাড়া সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের পেয়েছেন ৬ হাজার ১৯৮ ভোট। প্রাপ্ত ভোটের নিরিখে শুভেন্দু অধিকারী সবচেয়ে এগিয়ে আছে। তাই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে জয়ী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে কোনরকম পুনরায় গণনা হবে না।
প্রসঙ্গত উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার শোনার পর জানিয়েছিলেন, “গোটা রাজ্য একদিকে মত দিচ্ছে। কেন্দ্র অন্য মত দিচ্ছে, কেন? হঠাৎ করে কমিশনের ওয়েবসাইট বন্ধ থাকতে পারে। জয়ী ঘোষণা করে আবার অন্য কথা বলা হচ্ছে। কিছু একটা সেটিং রয়েছে।” অবশ্য তারপর তিনি সাংবাদিক বৈঠকে বলেছেন, “আমার কাছে অভিযোগ রয়েছে যে রায় ঘোষণার পর কারচুপি করা হয়েছে। যাইহোক নন্দীগ্রামের মানুষ যা রায় দেবে তা আমি মাথা নত করে নেব।”