Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কি এমন ঘটল যে বিয়ের মাস পেরোতে না পেরোতেই কেঁদে ভাসালেন রাখি সাবন্ত।

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : রাখি সাবন্তের দাবি অনুযায়ী কিছুদিন আগে এক প্রবাসী ভারতীয়কে বিয়ে করেছেন তিনি এবং তারপর দিব্যি সেজেগুজে হাতে মেহেন্দি ও মাথায় সিঁদুর পড়ে ছবিও…

Avatar

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : রাখি সাবন্তের দাবি অনুযায়ী কিছুদিন আগে এক প্রবাসী ভারতীয়কে বিয়ে করেছেন তিনি এবং তারপর দিব্যি সেজেগুজে হাতে মেহেন্দি ও মাথায় সিঁদুর পড়ে ছবিও তুলেছেন। সেই ছবি ভাইরালও হয় ইন্টারনেট জগতে। কিন্তু বিয়ের মাস গড়াতে না গড়াতেই রাখি সাবন্তের প্রকাশিত একটি ভিডিও ইন্টারনেট জগতে আবার ভাইরাল হয়ে উঠেছে।

সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে রাখি সাবন্ত কেঁদে ভাসাচ্ছেন এবং তাঁর স্বামীকে নিয়ে কিছু কথা বলছেন। রাখি সাবন্ত সেই ভিডিওটিতে তাঁর স্বামীকে উদ্দেশ্য করে বলেছেন ,তুমি যা বলবে আমি তাই করব, তোমার সব কথা শুনব কিন্তু এভাবে তুমি আমায় অবহেলা কোরো না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তোমার কি আমার ওপর একটু মায়া হচ্ছে না? আমি তোমাকে ভীষণ ভালবাসি! অর্থাৎ রাখি সাবন্তের স্বামী রীতেশ তাঁকে পাত্তা দিচ্ছেন না এমনটাই ভিডিওটির মাধ্যমে দাবি করেছেন রাখি সাবন্ত। রাখির দাবি, রীতেশ বিদেশে ব্যবসা করেন এবং সেখানেই থাকেন।

একটি হোটেলের ঘরে বিয়ে করেছেন তাঁরা যেখানে উপস্থিত ছিল শুধু দুই পরিবার। যদিও এখনও রীতেশের সঙ্গে কোনো ছবি পোস্ট করেননি রাখি। সে জন্য অনেকেই মনে করছেন, রাখি আসলে বিয়ে করেননি, সবই তাঁর পাবলিসিটি স্টান্ট।

About Author