বর্তমান সময়ে আধার কার্ড মানুষের পরিচয়ের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এবার থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুবিধা পেতে বাধ্যতামূলক হচ্ছে আধার কার্ড। সাধারন মানুষের আর্থ-সামাজিক ও জাতভিত্তিক জনগননারও ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে আধার। আধার কার্ডকে গ্রাহ্যতা দেওয়ার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বল যোজনার মতো প্রকল্পেও সুবিধা পেতে লাগতে পারে আধার কার্ড। এর ফলে একটি মানুষ বারবার কেন্দ্রীয় সুবিধা পেতে পারবে না। এর মাধ্যমে দুর্নীতি রোধ করা যাবে বলে মনে করা যায়।