প্রশাসনের কড়া নজর, তবু লকডাউন কতখানি সফল নদীয়া জেলায়

মলয় দে, নদীয়া:-দীর্ঘ মাস অতিক্রান্ত হওয়ার পর বেশিরভাগ মানুষই মনে করছেন, এটা তাদের ক্ষেত্রে একতরফা আত্মত্যাগ। মূল্যবান সময়, গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব , সবকিছু পিছনে ফেলে গৃহবন্দি করেছিলেন নিজেদের, শুধুমাত্র দেশের…

Avatar

মলয় দে, নদীয়া:-দীর্ঘ মাস অতিক্রান্ত হওয়ার পর বেশিরভাগ মানুষই মনে করছেন, এটা তাদের ক্ষেত্রে একতরফা আত্মত্যাগ। মূল্যবান সময়, গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব , সবকিছু পিছনে ফেলে গৃহবন্দি করেছিলেন নিজেদের, শুধুমাত্র দেশের মঙ্গলার্থে!

কিন্তু সংখ্যায় অল্প হলেও সমাজের ছোট্ট একটি অংশ প্রশাসন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে, কখনো বা চিকিৎসা বাজার নানান অজুহাতে বেরিয়েছেন নিয়মিত। অন্যদিকে অত্যন্ত দরিদ্র পেয়েছেন বিভিন্ন সরকারি বেসরকারি সুযোগ-সুবিধা, বৃত্তবানেরা সঞ্চিত অর্থ খরচ করে চালাতে পারবেন বেশ কিছু মাস। কিন্তু মধ্যবিত্ত দিন আনা দিন খাওয়াদের উভয় সংকট ।

এ রকমই নানা ক্ষোভ-বিক্ষোভ অভিযোগ, পরিকল্পনার অভাব পর্যালোচিত হল সমাজের নানা অংশের থেকে। আলোচনা করেছেন বিশিষ্ট অভিনেত্রী নীলিমা বিশ্বাস, সাহিত্যিক সুশান্ত মঠ, অধ্যাপক ডক্টর সোমনাথ কর।

About Author