Nusrat: ‘সহবাস সঙ্গী’ যশের সঙ্গে মিলিয়ে ছেলের কি নাম রাখলেন নতুন মাম্মা নুসরত!

গতকাল অবশেষে সমস্ত জল্পনা, গুঞ্জনের শেষ হল। নুসরতের মা হতে চলার খবর প্রকাশ্যে আসার আড়াই মাসের মাথায় বৃহস্পতিবার দুপুর বেলা সন্তানের জন্ম দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। গত আড়াই মাসে অভিনেত্রীর…

Avatar

By

গতকাল অবশেষে সমস্ত জল্পনা, গুঞ্জনের শেষ হল। নুসরতের মা হতে চলার খবর প্রকাশ্যে আসার আড়াই মাসের মাথায় বৃহস্পতিবার দুপুর বেলা সন্তানের জন্ম দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। গত আড়াই মাসে অভিনেত্রীর প্রেগনেন্সির খবর প্রকাশ্যে আসতে যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের খুলমখুল্লা রোম্যান্সের কাহিনি ঘুরে ফিরে এসেছে সোশ্যাল মিডিয়ার পাতা জুড়ে। এমনকি কলকাতার প্রকাশ্য বৃষ্টিভেজা রাস্তায় হাতে হাত ধরে হাঁটতে দেখা গিয়েছে দুজনকে। তবে নুসরতের পুত্র সন্তানের পিতৃ পরিচয় নিয়ে কোনও মন্তব্য এখনো করেননি ‘যশরত’। 

বিতর্ক থাকুক আর না থাকুক, নিজের প্রেমিকা নুসরতের পাশে সব সময় ছিলেন, আছেন হয়তো ভবিষ্যতেও থাকবেনও অভিনেতা যশ দাশগুপ্ত। অন্তত, নুসরতের মা হওয়ার এই পুরো জার্নিটায় সব কটাক্ষ আর গুঞ্জনকে এক পাশে সরিয়ে, একেবারে শক্ত হাতে সব ঝড় থেকে নুসরতকে রক্ষা করেছেন। এমনকি নুসরতের হাসপাতালে ভর্তি থেকে দুপুরে ওটিতে যাওয়া অব্দি অভিনেত্রীর পাশে সশরীরে উপস্থিত ছিলেন। নুসরত মা হওয়ার পর প্রথম সাংবাদমাধ্যমের সামনে দু-লাইনের বিবৃতি দিয়েছেন যশ নিজে। তিনি জানান, ‘যাঁরা জানতে চাইলছেন নুসরতের স্বাস্থ্য সম্পর্কে তাঁদের বলে রাখি মা ও ছেলে দুজনেই একদম সুস্থ রয়েছে, খুব ভালো আছে’। প্রেমিকার মা হওয়ার নিজের ব্যক্তিগত অভিব্যক্তি এই বার্তায় কোনোভাবে যোগ করেনি যশ। 

Nusrat: ‘সহবাস সঙ্গী’ যশের সঙ্গে মিলিয়ে ছেলের কি নাম রাখলেন নতুন মাম্মা নুসরত!

তবে নুসরতের ডেলিভারির সময়ে হাসপাতালে যশকে ছাড়া অভিনেত্রীর পরিবারে অন্য সদস্যদের দেখা যায়নি। নুসরতের বাবা-মায়ের উপস্থিতি যায়নি। তাহলে মেয়ের মা হওয়ার সিদ্ধান্তে কি পরিবার পাশে নেই। সেই উত্তর পাওয়া যায়নি। তবে বুধবার রাতে হাসপাতালে ভর্তির আগে যশের সঙ্গে তাঁর বাড়িতে গিয়েছিলেন নুসরত। যশের বাড়ি থেকে গাড়ি চালিয়ে নুসরতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নুসরতের আগত শিশুকে এখন একঝলক দেখার অপেক্ষায় বসে আছে। নুসরতের ছেলে জন্মের খবর প্রকাশ্যে আসতেই সদ্যোজাতর নাম ও ছবি দেখার জন্য অনেকে বায়না করেছেন। গতকাল বিকেলের দিকে যশ যখন সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড করলেও সেখানে সদ্যজাতকে দেখার আবদার করেছেন বহু নেটিজেন। তবে এখনো একরত্তিকে দেখা না গেলেও জানা গিয়েছে ছেলের নাম রেখেছেন ইংরেজি অক্ষর ‘Y’ দিয়ে। অর্থাৎ, যশের ইংরাজি বানান ‘Yash’ এর সাথে মিল রেখে। নুসরতের পুত্র সন্তানের নাম দেওয়া হয়েছে ঈশান। ইংরেজিতে যার বানান হবে Yishaan। হাসপাতাল সূত্র থেকে জানা গিয়েছে, আপাতত নিজের পরিচয়েই ছেলেকে ভর্তি রাখতে চান অভিনেত্রী। হাসপাতাল ফর্মে ছেলেকে এখনও বাবার নাম হিসেবে কারও ‘নাম’ সামনে আনেননি।