বেসুরো হলেও তিনি এখনো পর্যন্ত তৃণমূলের সৈনিক। কিন্তু তবুও তাকে নিয়ে জল্পনা কিন্তু শেষ হচ্ছে না। তিনি আর কেউ নন পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra tiwari) । এদিন জিতেন্দ্র তিওয়ারি কে কেন দলে নেয়া যাবে না সেই নিয়ে বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) সঙ্গে বৈঠক করলেন দলের কেন্দ্রীয় নেতারা। সোমবার রাতে কলকাতার বাইপাসের ধারে একটি বিলাসবহুল হোটেলে বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
ওই বৈঠকে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন জিতেন্দ্র। শুধু জিতেন্দ্র নয় সেই বৈঠকে মুকুল রায় (Mukul Roy), দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) উপস্থিত ছিলেন। হোটেল থেকে বের হবার সঙ্গে সঙ্গে জিতেন্দ্র তিওয়ারি সাফ জানিয়ে দেন, তার বিজেপি যোগ সম্পূর্ণরূপে কাকতালীয় ঘটনা।
তিনি শুধুমাত্র তার মেয়ে এবং স্ত্রীকে নিয়ে হোটেলে খাবার খেতে এসেছিলেন। এর সঙ্গে বিজেপি যোগের কোন সম্পর্ক নেই। তবে, একটি টুইটে জিতেন্দ্র কে ঘিরে আবারো বিতর্ক শুরু হয়েছে। এদিন তিনি টুইটারে জানিয়ে দিয়েছেন,” এটা খুবই দুঃখজনক যে একটা অংশ তার সঙ্গে বিজেপির যোগাযোগের কথা বলছে। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তিনি দিদির সাথে আছেন এবং আগামী ৪৮ ঘন্টার মধ্যে তিনি তার সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দলের প্রচারে নেমে পড়বেন।”
অন্যদিকে, সূত্রের খবর, মঙ্গলবার সকালে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র সঙ্গে এক প্রস্থ বৈঠক করলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয় এবং অরবিন্দ মিলন সহ আরো অনেকে। সেই বৈঠক নিয়ে পরবর্তীকালে বাবুল সুপ্রিয় জানালেন, এ বিষয়ে কোন বিতর্ক হয়ে থাকলে তা নিয়ে পার্টিতে আলোচনা হতেই পারে। তবে, রাজনৈতিক মহলের ধারণা সেই বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব আসানসোলের সাংসদের মন বোঝার চেষ্টা করেছিলেন, ঠিক কি কারণে তিনি জিতেন্দ্র কে দলে নিতে চাইছেন না।