নিয়ন্ত্রনে না আনলে বিশ্বের ঠিক কতো শতাংশ মানুষ পরবে করনো ভাইরাসের কবলে? তা জানালেন বিশেষজ্ঞরা
চিনে তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করছে করনোভাইরাস। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এই ভাইরাসে আক্রান্ত মানুষের মধ্যে ৯৯ শতাংশই চিনের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় হুবেই প্রদেশেই শুধুমাত্র মৃত্যুের সংখ্যা ছাড়িয়েছে ১০৮ জন। নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২,৪৭৮ জন। বুধবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১১০ জন। নিয়ন্ত্রনে না আনলে বিশ্বের ৬০ শতাংশ মানুষ পরবে এই ভাইরাসের কবলে।
এই ভাইরাসে সার্সের তুলনায় মৃত্যুর সংখ্যা কম হলেও ছোঁয়াচে হওয়ায় আক্রন্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদেররা জানিয়েছেন সাধারণ ভাবে যদি এক জনের থেকে এই ভাইরাস গড়ে দুইয়ের বেশি মানুষের শরীরে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে ৬০ থেকে ৮০ শতাংশ মানুষ ভাইরাসের সংস্পর্শে এসে গেলেও অবাক হওয়ার তা অস্বাভাবিক কিছু না। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় মৃত্যুর আতঙ্কও বৃদ্ধি পাচ্ছে। সোমবার পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছিল ৪২,৬৩৮।
যেসব আক্রান্ত মানুষ চিনের বাইরে আছেন তাদের থেকেই সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে করোনাভাইরাস। চিনের প্রেসিডেন্ট শি চিনফিং জানিয়েছেন, তারা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে এই ভাইরাস মোকাবিলায় এবং তাতে সদর্থক ফল মিলেছে। এই ভাইরাসের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে – কভিড-১৯ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। করোনাভাইরাসের আতঙ্কে চিনের স্কুল, কলেজ বন্ধ। তবে কতদিন এই একই অবস্থা চিনে থাকবে তার কোন সদুত্তর নেই। আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ছে মৃতের সংখ্যা। এই ভাইরাস দ্রুত নিয়ন্ত্রনে আনা ভীষণ জরুরী, নয়তো বিশ্বজুড়ে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করবে এই ভাইরাস।