অরূপ মাহাত: শত্রুপক্ষের মোকাবিলা ভারতীয় সেনাকে আরো শক্তিশালী করে তোলার জন্য উদ্যোগ নিয়েছে ভারত সরকার। ঢেলে সাজানো হচ্ছে ভারতীয় সেনাবাহিনীকে। এই উদ্দেশ্যে বিশাল অংকের অর্থ বরাদ্দ করা হয়েছে। যুদ্ধবিমান গুলোকে আরো উন্নত করে তোলা হচ্ছে। দেশের যুদ্ধবিমানকে আকাশ থেকে নামানোর জন্য শক্তিশালী মিসাইল কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য কেন্দ্র সরকার পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পাকিস্তান ও চিনের সেনাবাহিনীর গতিবিধির উপর নজরদারি চালাতে এই মিসাইল গুলি ব্যবহার করা হবে জানা যাচ্ছে। বায়ুসেনাকে এই বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। চিন ও পাকিস্তানের সেনাবাহিনীর গতিবিধি সম্পর্কে সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মাথায় রেখে জাতীয় সুরক্ষা সংক্রান্ত কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, এই মিসাইল গুলি পাকিস্তান ও চিনের সীমান্তে রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। তবে কোন কোন এলাকায় রাখা হবে তা নিয়ে চূড়ান্ত গোপনীয়তা রক্ষা করছে সেনাবাহিনীর তরফে।