রাজীব ঘোষ: কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকে পাকিস্তান বিশ্বের সব মুসলিম দেশগুলিকে একজোট করার জন্য প্রচুর চেষ্টা করেছিল।কিন্তু বিশ্বের কোনো মুসলিম দেশ পাকিস্তানের সেই আবেদনে সাড়া দেয় নি।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর এই প্রথম কোনো মুসলিম দেশে সফরে গেলেন।শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের আকাশের উপর দিয়ে উড়ে সংযুক্ত আরব আমীরশাহীতে গিয়ে পৌঁছেছেন।মোদীকে আবুধাবিতে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়।সংযুক্ত আরব আমীরশাহীর যুবরাজ মহম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর।
আরব আমীরশাহীর সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ে আলোচনা হবে।দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে এই বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে।কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের উদ্যোগে আরব আমীরশাহী কোনো সাড়া তো দেয় নি বরং তারা নরেন্দ্র মোদীর এই সফরকে রাজকীয় অভ্যর্থনা দিয়ে স্মরণীয় করে রাখলো।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংযুক্ত আরব আমীরশাহী সেদেশের সর্বোচ্চ সম্মান অর্ডার অব জায়েদ প্রদান করলো।দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতেই এই সম্মান প্রদান করা হয়েছে।
আরব আমীরশাহীর দূত আহমেদ অল বন্না জানান, সৌদি আরব কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের ভারতের সিদ্ধান্তে কোনো ভুল আছে বলে মনে করে না।আরব আমীরশাহীর এই বক্তব্যে পাকিস্তান যথেষ্ট ধাক্কা খেয়েছে।কারন আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বের মুসলিম দেশগুলোকে নিয়ে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের একজোট করার প্রচেষ্টা যে সম্পূর্ণ ব্যর্থ সেটা বলার অপেক্ষা থাকে না।
পুড়ছে পৃথিবীর ফুসফুস, বিশ্ব আবহাওয়ায় বিপুল পরিবর্তনের আশঙ্কা!