নিউজরাজ্য

কতটা প্রভাব পড়বে ঘূর্ণিঝড় মিগজাউমের? জেনে নিন আগামী সপ্তাহের সমস্ত আবহাওয়ার পূর্বাভাস

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের একটা বড় অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর

Advertisement
Advertisement

ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে এবারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। আগামী সপ্তাহ থেকে পরিবর্তিত হতে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়া। মঙ্গলবারেই অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মিগজাউম। পরোক্ষভাবে বাংলা এবং উড়িষ্যায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহ থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই আপাতত এই ঘূর্ণিঝড় শীতের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অনেকে।

Advertisement
Advertisement

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী কয়েক দিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ অর্থাৎ শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে। আগামীকাল অর্থাৎ রবিবার ঘূর্ণিঝড় হিসেবে পরিণত হতে পারে এটি। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের প্রভাবে। আজ থেকে এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে আবহাওয়া পাল্টে গিয়েছে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উড়িষ্যা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে।

Advertisement

আগামী সপ্তাহের শুরুর দিকে ভারতের কয়েকটি উপকূলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে উপকূল সংলগ্ন বেশ কয়েকটি জেলা এবং উড়িষ্যার উপকূলে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে বৃষ্টিপাত হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূল সংলগ্ন এলাকা, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার কিছু অংশে। তবে কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেই বললেই চলে।

Advertisement
Advertisement

কলকাতায় আজ রয়েছে আংশিক মেঘলা আকাশ। সকাল এবং সন্ধ্যার দিকে কিছুটা শীতের আমেজ থাকলেও, রাতের তাপমাত্রা কিন্তু গতকালের তুলনায় বেশি হবে আজ। সোমবার থেকে আবার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার নাগাদ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায়। তবে, এখনো পর্যন্ত এই ব্যাপারে কোন নিশ্চয়তা পাওয়া যায়নি।

Related Articles

Back to top button