Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজকে বাংলা সফরে এসে নাড্ডা মধ্যাহ্নভোজন করবেন কৃষক পরিবারে, কি আছে তার মেনুতে

Updated :  Saturday, January 9, 2021 11:54 AM

আজ অর্থাৎ ৯ জানুয়ারী শনিবার বাংলা সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। তার পূর্ব বর্ধমানের (burdwan)এ একাধিক কর্মসূচি রয়েছে আজ। তিনি আজ একটি রোড শো করবেন। তারপর রাধাগোবিন্দ মন্দিরের পূজা দেবেন। এছাড়াও কৃষকদের সাথে সখ্যতা বাড়াতে কাটোয়ার জগদানন্দপুর গ্রামের কৃষক পরিবারের সাথে দেখা করতে যাবেন। মধ্যাহ্নভোজন করবেন তার বাড়িতেই। গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বরা বাংলা এলে তারা নয়তো কোন আদিবাসী পরিবারে, বা কখনো মতুয়া পরিবারে, বা কখনো বাউল পরিবারে মধ্যাহ্নভোজন করেন। তারা বাংলার মানুষকে বোঝাতে চায় যে তারা মাটির কাছাকাছি থাকা একটি রাজনৈতিক দল।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ দুপুরে পূর্ব বর্ধমানের কাটোয়ার জগদানন্দপুর গ্রামে এক কৃষক বাড়িতে উপস্থিত হবেন। সেখানে তিনি সেই কৃষক পরিবারে থেকে একমুঠো চাল সংগ্রহ করে বিজেপির নয়া কর্মসূচি “একমুঠো চাল” এর সূচনা করবেন। সেই সাথে সেই কৃষক বাড়িতে মধ্যাহ্নভোজন করবেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতিকে বাড়িতে বরণ করার জন্য সাজসাজ রব কৃষক বাড়িতে। বাড়ির দেয়ালে পড়েছে নতুন রঙের প্রলেপ। এর মধ্যেই মধ্যাহ্নভোজনের মেনুও স্থির হয়েছে। কি আছে তাহলে আজকে নাড্ডার মধ্যাহ্নভোজন মেনুতে?

কৃষক পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, নাড্ডার জন্য সকাল থেকেই রান্না শুরু হয়েছে। তার মেনুতে আছে সমস্ত নিরামিষ খাবার। কারণ সে তো নিরামিষভোজী। মেনুতে একদম ঘরোয়া খাবার বানানো হচ্ছে। মেনুতে আছে ভাত, রুটি, সোনামুগের ডাল, শাক, আলুভাজা, ফুলকপি পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, দই ও নলেন গুড়ের মিষ্টি। সেইসাথে কৃষক পরিবার জানিয়েছে, মধ্যাহ্নভোজন হলে নাড্ডাকে তাদের সমস্যার কথা জানাবে কৃষক পরিবার। তাদের গ্রামে পানীয় জল রাস্তা নিয়ে একাধিক সমস্যা রয়েছে। সবকিছু নিয়ে কথা হবে।

অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে স্বাগত জানানোর জন্য সেজে উঠেছে গোটা বর্ধমান শহর। বিজেপির ফ্ল্যাগ ও ফেস্টুনে ঢেকে গেছে জনপদ। তার জন্য ব্যবস্থা করা হয়েছে ৩ টন গাঁদা ফুল ও ৮ হাজার গোলাপের পাপড়ি। গেরুয়া বেলুন উড়বে আকাশে। তার নিরাপত্তার জন্য ইতিমধ্যেই তার রোড শো এর পথ খতিয়ে দেখছে প্রশাসন ও পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত বিজেপির সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন। তার নিরাপত্তাব্যবস্থা এবার একেবারে আঁটোসাঁটো।