Mahalaya: এই মহালয়াতেই মিঠাইয়ের হাতেই কি জব্দ হবে ‘সোমাসুর’! জি বাংলায় অসুর হবেন সোম
এই কয়েক মাস ধরে বাংলা ধারাবাহিকের সেরার সেরা জায়গা ধরে একটা ধারাবাহিক। হ্যাঁ ঠিক ধরেছেন ‘মিঠাই’ এর কথাই বলছি। এই ধারাবাহিকের প্রতিটা চরিত্র মন কেড়েছে সকল মা কাকিমাদের। মিঠাই থেকে সিড , রাজীব থেকে নন্দা, টেস থেকে সোম, নিপা হোক কিংবা রুডি, শ্রীতমা আর রাতুল। নিজেদের সাবলীল অভিনয় দিয়ে সকলের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন।
এই ধারাবাহিকে সোমের চরিত্র বেশ জনপ্রিয়। নেগেটিভ চরিত্রে অভিনয় করলেও এই অভিনেতা অনেকের প্রিয়। তবে এই ধারাবাহিকে মিষ্টি মেয়ে বিশেষ করে মিঠাইয়ের ক্ষতি চাওয়ার জন্য প্রায়শই দর্শক রেগে যান সোমের ওপর। আর তখন সামাজিক মাধ্যমে ‘শয়তান’,‘খারাপ লোক’, ‘জঘন্য’ ‘খারাপ লোকের চরিত্র’-র মতো নানা অপবাদও কপালে জটে। তবে ধ্রুব এতে খারাপ মনে করেননা কারণ এটাই অভিনেতা নিজের অভিনয়ের সার্থকতা মনে করেন।
এই সোমকে অর্থাৎ ধ্রুবকে এবার দেখা যাবে জি বাংলার মহালয়াতে। এখানেও নেগেটিভ চরিত্রে থাকছেন তিনি। হ্যাঁ অসুরের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা। রবিবার নিজের অসুর লুকের বেশ কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতাতে। তবে, এবার অভিনেতার এই লুক প্রকাশ্যে আর গালমন্দ নয় বরং জুটল অনেক প্রশংসা। নেটনাগরিকের মন্তব্য ‘দারুণ মানিয়েছে’। শুধু কি নেটবাসীর চোখে পড়ল মিঠাই রানি অর্থাৎ সৌমতৃষার কমেন্টও। সে লিখেছে, ‘এটা কিন্তু অসাধারণ’! সঙ্গে একটা ওয়াও স্মাইলি। আর এর পরিপ্রেক্ষিতে উত্তরে দিলেন ধ্রুব রেড হার্ট ইমোজি সোমের এক কিলার মেকওভারের প্রশংসায় ফায়ার ইমোজি শেয়ার করেছেন শ্রীমা ভট্টাচার্য।
নেটবাসী আবার ধ্রুব’র নতুন নামকরণ ও করর দিয়ে দিয়েছে। নাম দিয়েছে সোমাসুর’! অনেকেই মন্তব্য করেছেন অসুরের জন্য যে এক্সপ্রেশন ধ্রুব দিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। জি বাংলায় এই বছরের মহালয়ার ভোরে পর্দায় মহিষাসুরমর্দিনীর রূপে দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। আদ্যাশক্তির চরিত্র পর্দায় ফুটিয়ে তুলে ধরার গুরুদায়িত্বে রয়েছে তিনি। সঙ্গে থাকবে দেবীর নানা রূপ, যাতে দেখা মিলবে জি বাংলার নায়িকাদের! মহালয়ার ভোরে আসছে ‘নানারূপে ‘মহামায়া।
আর তাতেই থাকছেন সকলের আদরের মিঠাইও। এখানে সৌমিতৃষাকে দেখা যাবে দেবী দুর্গার কমল কামিনী রূপে। দেবী কমলে কামিনীর কাহিনি আমরা পড়েছি চণ্ডীমঙ্গলে। এই গল্পে বর্ণিত হবে পিতা ধনপতি এবং পুত্র শ্রীমন্তর সঙ্গে দেবীর লীলার গল্প। কমল কামিনী প্রাণীজগত এবং বনভূমিকে রক্ষা করেন। অর্থাৎ অনেকে বলছেন দুর্গা-রূপী ‘মিঠাই’ এর হাতেই বধ হবেন অসুর সোম। আপাতত দর্শকেরা মহালয়া দেখার অপেক্ষায় আছেন।