আগামীকাল ছট পুজোয় বৃষ্টি হবে না রাজ্যে। পরিষ্কার শুকনো আবহাওয়া ছটপূজায়। ছট পুজোর পরেই শীতের আমেজ আসতে পারে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে। রবিবারে তাপমাত্রা নামতে পারে দুই থেকে তিন ডিগ্রি ডিগ্রী। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম কিছুটা মেদিনীপুর, ঝাড়গ্রামে রবিবার থেকেই তাপমাত্রা নামবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
তবে রাজ্যজুড়ে শীত আসতে এখনো কিছুটা দেরি। রাজ্যে উত্তর-পশ্চিম হাওয়া থাকলেও তা প্রভাব বিস্তার করতে পারেনি। একের পর এক আরব সাগরে ঘূর্ণিঝড়। কিয়ার এরপর মহা। আন্দামান সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রবিবার। সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সেদিকেই নজর আবহবিদদের।
দিনে আর্দ্রতাজনিত অস্বস্তি আর রাতের তাপমাত্রা কিছুটা নেমে যাওয়া তাতেই ভোরবেলা কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে বেশ কিছু এলাকা। কলকাতা তে দূষণ মিশে ধোঁয়াশা তৈরি হচ্ছে।