আজ, শনিবার রাজীব কুমার সম্পর্কে এক বিবৃতিতে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানান, ‘রাজীব কুমারকে নাকি সিবিআই খুঁজে পাচ্ছে না। অথচ এটা পরিষ্কার যে, রাজীব কুমার মুখ খুললে জেলে যেতে হবে রাজ্যের একাধিক প্রভাবশালী নেতা-মন্ত্রীকে। সেই কারণে রাজীব কুমারকে আড়াল করার চেষ্টা করছে রাজ্য প্রশাসন।
এমনকি রাজীব কুমারের প্রাণহানিরও আশঙ্কা রয়েছে। তাই আমরা রাজীব কুমারকে অক্ষত অবস্থায় গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি সিবিআইয়ের কাছে। রাজীব কুমারের এই পালিয়ে বেড়ানোয় মুখ খুলেছেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী, একদা মমতার খুব কাছের বর্তমান বিজেপি নেত্রী প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ সহ একাধিক বিরোধী নেতা নেত্রীরা। অবশ্য রাজ্যের এই আইপিএস অফিসারকে কটাক্ষ করতেও ছাড়েননি তাঁরা।