Narendra Modi: দীর্ঘ ৪৫ ঘন্টার কঠোর সাধনা, অন্ন গ্রহণ নয়, জানেন কী খেয়ে থাকবেন প্রধানমন্ত্রী
আগামী ১ লা জুন, শনিবার লোকসভা নির্বাচনের (Loksabha Election) সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী ৪ ঠা জুন। তার আগেই কঠোর সাধনায় মৌন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কন্যাকুমারীতে ধ্যানে মগ্ন হয়েছেন তিনি। দীর্ঘ ৪৫ ঘন্টা ধরে একটানা সাধনা করবেন তিনি। এই সময়ে কারোর সঙ্গেই কথা বলবেন না প্রধানমন্ত্রী।
মন্দিরে বিশেষ আরতি এবং ধ্যানে মগ্ন
বৃহস্পতিবার শেষ দফার ভোটপ্রচার শেষ হতেই কন্যাকুমারী পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে ভগবতী আম্মান মন্দিরে পুজো দিয়ে তারপর ধুতি এবং সাদা শাল জড়িয়ে মন্দিরের গর্ভগৃহের পরিক্রমা করেন তিনি। এদিন একটি বিশেষ আরতিও করেন পূজারীরা। তারপর সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিট নাগাদ কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালের ধ্যান মণ্ডপে গভীর ধ্যানে মগ্ন হন প্রধানমন্ত্রী।
মোদীর আগামী পথের পরিকল্পনা
জানা যাচ্ছে, এই দীর্ঘ ৪৫ ঘন্টার ধ্যানের সময় অন্ন গ্রহণ করবেন না প্রধানমন্ত্রী। শুধুমাত্র লেবুর জল খেয়ে থাকবেন তিনি। সঙ্গে শরীরকে সুস্থ রাখতে পান করবেন ডাবের জল এবং আঙুরের রস। ৪৫ ঘন্টা পর ১ লা জুন ধ্যান ভঙ্গ করে খ্যাতনামা কবি সন্ত তিরুবল্লুবরের মূর্তি দর্শন করতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুটি ছোট ছোট দ্বীপে তৈরি করা হয়েছে সন্ত তিরুবল্লুবরের স্মারক এবং মূর্তি। এই দর্শন উপলক্ষে কন্যাকুমারীতে আঁটোসাঁটো হয়েছে নিরাপত্তা। প্রায় ২ হাজার পুলিশকর্মী নিযুক্ত হয়েছেন। সঙ্গে সুরক্ষা ব্যবস্থায় নিযুক্ত রয়েছেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর জওয়ানরা। । সঙ্গে সুরক্ষা ব্যবস্থায় নিযুক্ত রয়েছেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর জওয়ানরা।
বিরোধীদের কটাক্ষ
এদিকে প্রধানমন্ত্রীর ধ্যান পর্ব নিয়ে তীব্র কটাক্ষ শানিয়েছে বিরোধীরা। জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই সাধনার জন্য দূরে চলে গিয়েছেন প্রধানমন্ত্রী। যখন হেরে যাবেন তখন বলতে পারবেন যে তপস্যায় কিছু খামতি থেকে গিয়েছিল। ৪ ঠা জুন, মঙ্গলবার সব কিছু মঙ্গলই হবে। অন্যদিকে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেন, যিনি আচ্ছে দিন এর স্বপ্ন দেখিয়েছিলেন তিনি আচ্ছে দিন আনতে পারেননি। তবে ৪ ঠা জুন তিনি হারলে দেশে সোনালি দিন আসবে।
#WATCH | PM Narendra Modi arrived at Vivekananda Rock Memorial in Kanniyakumari, Tamil Nadu yesterday.
PM Modi is meditating at the Vivekananda Rock Memorial, where Swami Vivekananda did meditation. He will meditate here till 1st June pic.twitter.com/pIh9afN4vR
— ANI (@ANI) May 31, 2024