Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন নিয়মে SBI-এর ATM থেকে কিভাবে, কখন টাকা তুলবেন, জানুন বিস্তারিত

এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম আনলো এসবিআই। এবার থেকে টাকা তোলার সময় এসবিআই গ্রাহকদের সাথে রাখতে হবে মোবাইল ফোন। নতুন নিয়মটি হল ওটিপি ভিত্তিক টাকা উত্তোলন। এটিএম জালিয়াতি…

Avatar

এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম আনলো এসবিআই। এবার থেকে টাকা তোলার সময় এসবিআই গ্রাহকদের সাথে রাখতে হবে মোবাইল ফোন। নতুন নিয়মটি হল ওটিপি ভিত্তিক টাকা উত্তোলন। এটিএম জালিয়াতি রুখতেই এমন ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হয়েছে এই নিয়ম।

এসবিআই তরফ থেকে একটি টুইটের মাধ্যমে গ্রাহকদের জানানো হয়েছে, “ওটিপি ভিত্তিক পদ্ধতিতে এটিএম থেকে টাকা তোলা এখন আরও সুরক্ষিত। এই নিয়মটি ২০২০ সালের ১লা জানুয়ারী থেকে প্রযোজ্য। নিকটতম এসবিআই শাখা বা এটিএমে গিয়ে আপনার মোবাইল নাম্বারটি সংযুক্ত করুন এই সুবিধা লাভের জন্য।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ট্রাই এর নতুন নির্দেশিকায় মূল্যবৃদ্ধির যুগে সস্তা হচ্ছে কেবল টিভি পরিষেবা

সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। ১০০০০ টাকার বেশি টাকা তুললে এটি প্রযোজ্য হবে। এটিএম মেশিনে কার্ড ঢুকিয়ে টাকার অঙ্ক দিলে মোবাইলে ওটিপি নাম্বারটি আসবে। এরপর ওই নাম্বারটি ইনপুট করলেই টাকা উঠবে। তবে এই সুবিধা এসবিআই ছাড়া অন্য ব্যাংকে প্রযোজ্য নয়। তবে শুধু এসবিআই নয়, এটিএম জালিয়াতি থেকে গ্রাহকদের বাঁচাতে অন্যান্য ব্যাংকও এই পরিষেবা চালু করবে বলে জানা গেছে।

About Author