নিউজকলকাতা

Kolkata Metro: ভোটের দিনে রাস্তায় বেরিয়ে ভোগান্তি? মেট্রো চলাচলে প্রভাব পড়ব? জেনে নিন

Advertisement
Advertisement

শনিবার, ১ লা জুন সপ্তম দফা তথা শেষ দফার লোকসভা নির্বাচন (Election)। শনিবার কলকাতা সহ বাংলার মোট ৯ টি কেন্দ্রে রয়েছে ভোটগ্রহণ পর্ব। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই ঝড়বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ আশেপাশের বেশ কিছু অঞ্চলে। শুক্রবার সকালেও বৃষ্টির জেরে রাস্তায় বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে মানুষকে। বৃষ্টির জন্য অ্যাপ ক্যাবগুলি চাইছে মাত্রাতিরিক্ত ভাড়া। শনি রবিবারও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তার মধ্যে শুক্রবার থেকেই রাস্তাঘাটে কমেছে বাস। শনিবার ভোটের দিন মেট্রো চলাচলে কী প্রভাব পড়বে?

Advertisement
Advertisement

সপ্তাহান্তে ভোট হলেও অনেকেরই কর্মক্ষেত্রে যাওয়ার তাড়া থাকে। এমতাবস্থায় রাস্তায় যান চলাচল ব্যাহত হলে পড়তে হয় সমস্যার মুখে। তবে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে সাধারণ মানুষকে আশ্বস্ত করা হয়েছে। জানানো হয়েছে, শনিবার সকাল থেকেই স্বাভাবিক থাকবে মেট্রো রেল পরিষেবা। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত পর্যন্ত লাইনে প্রথম মেট্রো চলবে সকাল ৬ টা ৫০ এ। দমদম থেকে পরিষেবা শুরু হবে সকাল ৭ টা থেকে।

Advertisement

রাত ৯ টা ৪০ মিনিটে কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রোটি ছাড়বে। রাত ৯ টা ৩০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রোটি ছাড়বে। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে রাত ৯ টা ২৮ মিনিটে কবি সুভাষের উদ্দেশে রওনা দেবে শেষ মেট্রোটি। ১১৭ টি আপ এবং ডাউন মেট্রো চলবে যথাক্রমে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ লাইনে মোট ৫৩ টি আপ এবং ডাউন মেট্রো চলবে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে সকাল ৬ টা ৫৫ মিনিটে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের দিকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা ৩৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের দিকে শেষ মেট্রোটি ছাড়বে রাত ৯ টা ৪০ মিনিটে।

Advertisement
Advertisement

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে সকাল ৭ টায়। এই রুটের শেষ মেট্রোটি ছাড়বে রাত ৯ টা ৪৫ মিনিটে। শনিবার কমলা লাইন এবং পার্পল লাইনে মেট্রো চলাচল বন্ধ থাকে। ভোটের দিনেও এক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না।

Advertisement

Related Articles

Back to top button