নির্ধারিত সময়ের আগেই ঢুকল বর্ষা (Monsoon)। ভারতের মূল ভূখণ্ড অর্থাৎ কেরলে বর্ষা ঢোকে সাধারণত ১ লা জুন। গত ১৫ মে মৌসম ভবনের তরফে জানানো হয়েছিল এবারে ৩১ মে বর্ষা প্রবেশ করবে কেরলে। তবে সময়ের আগেই কেরলে প্রবেশ করেছে বর্ষা। শুধু তাই নয়, উত্তর পূর্ব ভারতেও বর্ষা আগেই প্রবেশ করেছে বলে জানা যাচ্ছে। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, বাংলায় কবে পা রাখবে বর্ষা?
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু ত্বরান্বিত হয়েছে। বর্ষার আগমনের ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছে রিমাল। এর প্রভাবে বিগত কয়েকদিন ধরেই কেরলে ভারী বৃষ্টিপাত চলছিল। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, অসম এবং মণিপুরে আগামী ৫ জুন বর্ষা প্রবেশ করবে। বাংলার ক্ষেত্রে ১০ জুনের মধ্যে বর্ষা আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। আগামী ১ লা জুন, শনিবার রাজ্যে সপ্তম তথা শেষ দফার ভোট রয়েছে। সেদিন বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। পাশাপাশি ৪ ঠা জুন, ভোটের ফল প্রকাশের দিনও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। জুনের প্রথমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। জুনের প্রথম চারদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও ৫০ কিমি বেগেও দমকা হাওয়া বইবার সতর্কতা রয়েছে।
উত্তরবঙ্গে আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ঝেলায় হতে পারে ভারী বৃষ্টি। রিমালের প্রভাবেই এই বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। এই ৫ জেলার জন্য জারি হয়েছে কমলা সতর্কতা।